বাড়ছে ভীষণ জুলুম আর শোষণ,
মরছে মানুষ ক্ষণে-ক্ষণে অগণন।
শুনে না শোষিতের আর্ত-চিৎকার,
কানা বধির সবে, জানাই ধিক্কার।
নেই যে প্রতিবাদ প্রতিরোধ আজ,
জুলুমের আঁধারে ডুবেছে সমাজ।
মানুষের মোটে খোদা ভীতি নাই!
জালিমে' জুলুম হুশিয়ারি জানাই।
মজলুম ও খোদার থাকে না পর্দা,
নিঃশব্দ কান্না আরশ ছোঁয় সর্বদা।
ধ্বংস হবে অর্থ ও ক্ষমতার দাপট,
কঠিন শাস্তি ভোগ করবে অকপট।