তবুও কেউ কেউ ডুবেই আছে দিনের অন্ধকারে।
সূর্যের আলো ভেদ করে না শরীর মন সহকারে।
মেঘ পোষে এপাশ ওপাশ, বালিশে স্বরূপ যেনো,
মাঝে মাঝে বিদ্যুৎ চমকালেও বে-খবর কোনো!
হালকা জড়িয়ে রেখেছে আকাশ হাতের তালুতে,
ঘুম ভাঙেই না কাঠ ফাটা রোদ বারুদ আলোতে।
ডুবে আছে ঘুমের ঘোরে, দেহ মন একাত্ম করে-
স্বপ্নে' চোরাবালি যেনো দূর হারিয়ে যেতে পারে।