পাপকে ঘৃণা করো হৃদয় ও মন উজাড় করে,
পাপী কে কারা, রেখো না ঘৃণা তাদের তরে।


যতো পারো ঢেকে রেখো পাপীর পাপ যতো,
মহানুভব যে প্রার্থনায় নত যতো উন্নত ততো।


মানুষের গভীর বাস করে পশু, হরেক রকম,
মানবীয় খোলসে দানবীয় জ্ঞানে গুণে চরম।


ভুলো, ক্ষমা করো যতো দোষ ত্রুটি মানুষের,
স্রষ্টার ক্ষমা পুরস্কারে সম্মানিত হবে হাশরের।


নত হও, বিনীত আরো স্রষ্টা নির্দেশে পন্থায়,
ধারণ করো শিশুর মন, দীপ জ্বালো আত্মায়।