দিকে দিকে দীপ জ্বেলে যাও, মানবতার আলো,
     মানব সেবায় উজাড় করো আত্মা, ছোট্ট জীবন।
ভোলে ধর্ম বর্ণ গোত্র ভেদাভেদ দীপ তব জ্বালো,
    আলোকিত করো সমাজ, আগে নিজ হৃদয় মন।
সুখে দুঃখে সর্বদা মানুষের তরে দ্রুত ছুটে চলো,
   ধীরে ধীরে মনুষ্যত্বের উচ্চ শিখরে হও আরোহণ।
শেষ অবধি স্নেহ মায়া মমতায় ভরা চক্ষু খোলো,
    জিতো স্রষ্টা, উচ্চ আসন, মানব হৃদয় সিংহাসন।