কোন জ্ঞানে জ্ঞানী তুমি?
কোন জ্ঞানে' জগৎভূমি!
বলো, কোন গুনে গুণী!
কীসে' এতো অহম শুনি।
কতো জ্ঞানী গুণী বিদ্বান
কীর্তি গড়ে কুড়ায় মান।
কেউবা স্বেচ্ছায় সজ্ঞানে
ধ্বংসযজ্ঞ ডেকে আনে।
দ্বন্দ্ব বিবাদ করে অযথা
সদা গর্বোদ্ধত বাক্যকথা,
জ্ঞানী নয় সে জ্ঞানপাপী
মূর্খতার নদে পড়ে ঝাঁপি।
খুব জ্ঞানী বিজ্ঞানী সাজে
জ্ঞান নেই স্রষ্টার কাজে।
অদৃশ্যে কতো অবিশ্বাস!
দেখো কি-
তয় জীবন বায়ু নিঃশ্বাস?
নয় তাঁর দান শ্বাসপ্রশ্বাস?
দেখো খুঁটিহীন আকাশ।
ভাবো নীরব নিভৃত বসে
কে করে রাত দিন শেষে,
কার আদেশে সূর্য ওঠে?
চন্দ্র ও সূর্যের ঘূর্ণন ঘটে?
কে দেয় মেঘ হতে বৃষ্টি?
কার ইশারায়-
বলো পাহাড় ঝর্ণার সৃষ্টি!
ভেবে দেখো ছোট্ট শিশু-
কেমনে ডাকে, মা এসো।
মা'র বুকে কে দিলো তার
শুদ্ধ বিশুদ্ধ মুখে আহার?
কে শিখিয়েছে বলো তো-
সন্তানে ভালোবাসা এতো!
কে দিলো খুঁড়ে খুঁড়ে সব-
সাগর নদী, পাখি কলরব?
কে শিখালো যে পাখিদের-
বিদ্যা-বুদ্ধি ওড়ে বেড়াবার?
ফুলে ফলে সাজিয়েছে কে
নানা রঙ স্বাদে জগৎটাকে?
বলি শুনো উদাত্ত আহ্বান,
খুঁজে দেখো, স্রষ্টারই দান।