দুঃখ আমার মৌলিক অধিকার! আমার সকাল-সন্ধ্যা-রাতের খোরাক, অতি স্বাভাবিক।
অন্ন-বস্ত্র-বাসস্থান-শিক্ষা-চিকিৎসা নিছকই কাল্পনিক, দুঃখরা নিগূঢ় নিরেট বাস্তবিক।


দুঃখরা আমার হা-হা অট্টহাসি, রাশিরাশি, বিস্তৃত বিষাদ, ধ্বনিহীন গলগল ছলছল অশ্রুজল।
দুঃখ আমার কাল পরিক্রমা, গোটা অবয়ব, আদি অন্ত, দুঃখ আমার জীবনবৃত্তান্ত, শক্তি বল।


দুঃখরা আজ জড়াজড়ি খায়, কোলাকোলি গলাগলি করে, মনের সুখে আঁকে নিখুঁত চিত্রকলা।
দুঃখের সাথে উঠবস, সংসার। ভাত-পোশাকের বিপরীতে দুঃখ পরি খাই, সদা বলা চলা।


আর কিছু হোক বা না-হোক দুঃখরা আপন হবেই, আত্মার আপন, গোপন বসন, পরম প্রিয়জন।
নেই তীব্র অভিমান, দুঃখ আমার জন্মচিহ্ন, জীবন সঞ্চয়, মৃত্যু সোপান, আমৃত্যু স্বজন পরিজন।