গিয়েছিলাম বনে দুঃখের ওজন মাপাতে,
হরিণী শিখিয়ে দেয় পাহাড় চূড়ায় যেতে।


চূড়ায় দাঁড়িয়ে কপালের দিকে চোখ করি,
দূরের স্বচ্ছ আকাশ স্রেফ দেখা যায় ভারী।
ঠিক যেনো একই দুঃখের পাহাড় আমার,
যেনো আকাশ ছুঁয়ে শুয়ে রয় দুঃখ-পাহাড়।


পাহাড় হেসে পাশে এসে কানাকানি করে
যাও একবার দক্ষিণে ঐ সাগরের পাড়ে।


ঢেলে দিলে দুঃখ সব উজ্জ্বল সাগর জলে
শুকিয়ে হয়েছে ধুধু মরুভূমি অসম তিলে।
চিকচিক মরীচিকা উপহাসের হাসি হেসে
ইশারায়- অপরিমেয় দুঃখ ভাসে বাতাসে।
আকাশ সাগর পৃথিবী ও গ্রহ নক্ষত্র-রাজি
যতো, তার ঢের বেশি দুঃখ আমার আজি।


দুঃখ ধনে ধনী নিজে আঁখিজল অশ্রুতে-
ভিজে ফিরে আসি নীড়ে ফের ভিন্ন পথে।