কে সে পুড়েছে তোর কষ্টের তাপে নীরব রাত দুপুর খুব?
কে খুঁজেছে মলীন মুখের গভীর গিয়ে বুকে দিয়ে ডুব?
কে সে কেঁদেছে তোর দুঃখ সরব রাতের সঙ্গী হয়ে বল।
কে শুনেছে দুঃখের আড়াল অদৃশ্য কারণ আবরণ তল?
কে সে জাগিয়েছে তোর বুকের গভীর সাহস আর আশা?
কে এঁকেছে এ' দু'চোখ ভরে স্বপ্ন সুখ আর ভালোবাসা?
কে সে হেসে ওঠে জড়িয়ে নিয়েছে তোরে বুকের অতল?
কে মুছেছে হাত বাড়িয়ে তোর হাসিমাখা কান্নার জল?
কেউ কি আছে এমন স্বজন সুজন আপন মনের ধন্য ধন?
কেউ কি এসে ভালোবেসে হৃদয় গভীর ঠাঁই চেয়েছে এমন?
থাক-না না-হয় না থাকলে কেউ আর এমন আপন মানুষ!
দুঃখ সুখ বা সব অসুখ খোদার কলম, রাখো শুধু হুশ।