একেকটা বিকেল, এক চিমটি সন্ধ্যা, রাতের আঁধারে-
মাঝরাতে যখন দুঃখরা নীরবে আমাকে জড়িয়ে ধরে,
ঘুম ভেঙে যায়, হঠাৎ ভয়ে কেঁপে কেঁপে উঠি বহুবার,
বিরক্ত হই, এ-পাশ ও-পাশ করে চেষ্টা করি ঘুমাবার।
কয়লার বুকে ঘুষে ঘুষে জ্বলতে থাকা আগুনের মতো
দুঃখের দীর্ঘ দেহ আমায় টেনে নিতে চায় ইচ্ছেমতো।
তার গায়ের উষ্ণতায় গলা টিপা ভাব, দম বন্ধ লাগে,
তার হিংস্র দাঁত আমার দেহ-মন কামড়ে ধরে আগে-
ছিঁড়েখুঁড়ে খায়, হুমড়ি খেয়ে পড়ে- আমার কলিজায়।
হে দুঃখরা, এবার ওগো মুক্তি দাও করজোড় দোহায়।