বসন্ত বরণেও আজ সাজলো না ডালা,
মনের দুঃখে মনেই লাগলো যে তালা।
    ফোটা ফুল ঝরে গেলো, হয়নি মালা,
    অপূর্ণতায় পূর্ণ হলো সব অপূর্ণ থালা।
কুকিলে কুহুতানহীন অন্ধ বধির কালা,
মৌ-বনে গুঞ্জরনে মনে বাড়বে জ্বালা।
   পাখির কাঁদনে ভেঙে পড়বে যে চালা,
   বসন্ত বরণে তবু দুঃখ ভোলার পালা।