বুলিহীন কুৎসিত পাখিটি সদা ডানা ঝাপটিয়ে মোরে সতর্ক করে,
ধ্বংসের ধ্বজা নিয়ে সকরুণ বার্তা দেয় অন্য পাখি জানালা ধরে,
ঠোঁটে করে অতৃপ্তির সুর নিয়ে উপস্থিত নাম না-জানা পাখি দূরে।


ভাবছি, এই আকাশ বাতাস, রবি শশী, গ্রহ তারা, জলাশয় জল,
পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র অতল, ঢেউ ভাঙানো কোলাহল,
বন জঙ্গলা, মাটিতে ঝরে পড়া পাতা ফল ফুল, সতর্কতা সকল।


অথচ, ঘুরে ঘুরেই বাঁচি যেভাবে পাখিরা বাঁচে, নাচে গায় রোজ,
কী অসম্ভব ভালো লাগা দুপুরও নীরবে সন্ধ্যার কোলে নিখোঁজ,
চারদিক আঁধার ঢেকে গেলে আমি একা গিলে খাই দুঃখ ভোজ।