আরেকটু দূরত্ব বাড়িয়ে দাও, যতোটা দূরত্ব থাকে মাটি আর আকাশে, জীবিত আর মৃতে।
যদি পারো আরেকটু অবহেলা ঢালো যতোটা অবহেলা থাকে শিশিরের প্রতি বৃষ্টির।
অথবা, সবকিছু ভোলে সাগরে নদীর ডুবে যাওয়ার মতো করে বিলীন হয়ে যাও।
নয়তো কষ্ট পাবে, নষ্ট হবে সাধনা, ভ্রষ্টতা এসে বাধা দিবে নিয়তো, নিষ্ঠুরতা আরো কঠিনতর হবে।
আমি ভেবে ব্যাকুল, ব্যর্থতার কালিমা বাতাসেই কি অদৃশ্য থাকে! নাকি মিশে থাকে দৃষ্টির আড়ালে!!
এমন তো সম্ভব কোনো সূত্র নাই দৃষ্টির গভীরে উঁকি পাতে, দেখে নিতে ভিতরের তরতাজা হাহাকার!
বিষণ্ণতার হাতছানিতেই কি মানুষ লাশ হয়?
নাকি মগজে মিশে যাওয়া বিষের অতিক্রিয়ায় ধীরে ধীরে মানুষ হারিয়ে যায়!
যদি সম্ভব হয় কিছুটা দূরত্ব বাড়িয়ে দাও নিজের সাথে, আত্মীয়ের সাথে, সম্ভব হলে আত্মার সাথেও।
আত্মারাই বেশি প্রেতাত্মার প্রতিনিধিত্ব করে,
বিধাতার বেঁধে দেয়া বাধা ডিঙোতে চায়, টপকে যেতে চায় আকাশ বাঁধ।
সাবধান, তুমি ভুলে যেয়ো না ফিরে যাওয়ার রাস্তা, ফিরে পাওয়ার পথ, ফিরিয়ে দেয়ার হিম্মত।
হে দ্বিধান্বিত আত্মা,
সংকোচিত করো নিজেকে, সংশোধিত করো আরো বেশি, শীতলতায় ভরিয়ে তোলো আঙিনা।