কিছু মানুষ থরে থরে পড়ে আছে নিথর দেহ যেমনটা পড়ে থাকে
নগরের চৌরাস্তার মোড়ে জমানো ময়লার স্তূপ।
আরো মানুষ বেহুঁশ হাঁটে চলে, আশপাশ চেয়ে পাশ কাটিয়ে যায়,
নির্বিকার, ক্রিয়া-প্রতিক্রিয়াহীন, নিচু স্বর নিশ্চুপ।
মানুষে মানুষে মুখের চোখের মিল, সেটুকুন খেয়াল করে দেখবার
সে'সময়টুকু অগ্নিকুণ্ডে জ্বলে শেষ, অদেখা রূপ।
পাখিরা ডাকে আড়াল ভেঙে, চিৎকার চেঁচামেচিতে দুর্গন্ধ ধুয়ে-
দেয়ার আকুতি, মেঘেরাও করে ঘোর দোষারোপ।
এতোটাই ব্যস্ত মানুষ, লোভের অংক কষেই যেনো নিকষ কালো
আঁধারে ছেয়ে গেছে মনের গগণ দু’ চারশো গজ।
প্রভুর তরেও বা কী, বাকি কী সময়ও বা থাকি, কীই-বা করি ধরি-
তব, যতোটা কঠিন ভাবি বরং ততোটাই যে সহজ।
পাহাড়সম ধুলি স্তম্ভ ডিঙিয়ে নদী খাল পাহাড় সমুদ্র পাড়ি দিয়ে-
আঁকড়ে ধরে রয় সূর্যোদয় সূর্যাস্ত, সময়ের যমজ।
বন্ধ চোখে অন্ধ আলো জ্বেলে খোঁজে জোর পরাজয় অযুত পতন
অনিশ্চয়তার বেত্রাঘাতে থ্যাঁতলে যাওয়া এ’মগজ।