দুয়ারে দাঁড়িয়ে ভিক্ষা চেয়েছিলাম-
আমাকে এক আকাশ সান্ত্বনা দাও।


দুঃখ সব ভর করেছে মনে গোপনে,
প্রার্থনার ভাষা-ও ভুলেছি ততক্ষণে।
ভাঙা হৃদয়টা নিয়ে চলাও মুশকিল,
থেমে থেমে গান গায় বিরহ ব্যথায়।


আমার দু'হাত ভরে কুড়িয়ে নিয়েছি-
শোকের আর্দ্রতা আর শুষ্ক বিষন্নতা,
চোখের উপর কুয়াশার স্বচ্ছ প্রলেপ,
দৃষ্টি' সীমানা জুড়ে অমসৃণ ধূসরতা।


খা-খা ডাক পাড়ে অন্তরে আর্তনাদ,
আঙুলের ডগায় ঝুলন্ত অসম মৃত্যু।
অবিনাশী অমানিশায় ঘুমন্ত বিবেক,
দশ দিক আড়াল করে আসে কান্না।


মিথ্যে প্রতিশ্রুতির পারদে অস্থিরতা,
নির্ঘুম ছটফটিয়ে মরে সত্যবাদিতা।
আমিও ব্যস্ত ভীষণ কান্না লোকাতে,
হাসির আঁচল ছড়িয়ে অশ্রু শুকাতে।