এক পেয়ালা সূর্যালোক হাতে তুলে দাও,
সূর্যের মুখটা দেখি না আটাশ মাস তাও।
গভীরতর আঁধার আরো আসছে কাছে,
কর্ণকুহরে কান্না, কষ্টরা বেহিসেবি নাচে।
কখনো সূর্য লুকালে কালো মেঘের গায়,
খরগোশের ছানারা বুক ভাসায় কান্নায়।
দুপুরকে ঘুমিয়ে রাখি আদরে যত্নে বেশ,
বিকেলের রোদে পোড়া কষ্টের আবেশ।
বিষণ্ণ সন্ধ্যায় কেউ এলে মুখ খুলে বলা,
সময়ের স্বাক্ষরে ক্ষয়ে ক্ষয়ে যায় বেলা।
ঘুমের বারোটা বাজিয়ে দুই চোখ কালো,
আবার ফিরে এসে আলোয় দৃষ্টি মেলো।