আমার দুঃখগুলো খুব একাকী জমে থাকে চুপচাপ,
হাটুতে মাথা রেখে বসে থাকে, চোখে কান্নার ছাপ।


বাতাসের শা-শা শব্দ শুনেই প্রহর গোনে রাত্রিদিন,
কঠিন বজ্রধ্বনি শুনেও চমকে ওঠেনি কোনো দিন।


হয়তো খুব বিদঘুটে আঁধার এলে মাথা তুলে চায়,
আত্মা নিঃশব্দ গর্জন তুলে খোলে চোখ নির্জনতায়।