একদিন
কোনোদিন
হ্যাঁ এভাবে সন্ধ্যাবেলায়
কিবা অন্য এক অবেলায়
থেমে যাবে এই পথচলা,
থেমে যাবে নাট্য-কলা।


একদিন
কোনোদিন
এভাবেই হাঁটতে হাঁটতে
হবে পথ পেরিয়ে যেতে
ঠিক যতোটাই নির্ধারিত,
থেমে যাওয়া অবধারিত।


একদিন
কোনোদিন
সমস্ত অবাস্তবতা ফেলে
যেতে হবে সমস্ত ভোলে
পালতোলা নৌকার মতো
ছেড়ে আপন পর যতো।


একদিন
কোনোদিন
এমন কোনো এক প্রহরে
মুছে যাবো গ্রাম ও শহরে
সমস্তটা পথচলা একেলা,
অবাঞ্ছিতো জুট ঝামেলা।