গতো রাত, কাল রাত, গতোকাল রাত!
খুব চমৎকার অন্ধকার, রূপ নিয়েছিলো পূর্ণতার।
খুব গাঢ়তর অন্ধকার ছিলো, ঘন-গাঢ় অন্ধকার।
কী সুন্দর চকচকে তকতকে ঝকঝকে আঁধার!
হ্যাঁ, যেমনটা অন্ধকার হলে আ-কার ই-কার ভুলে,
মানুষ বেহুঁশ প্রায় ঘুম-সাগরের তলদেশ-পাতালে,
নিমেষ ডুবে যায়, বেশ নির্জনতায় নীরবতায় নিঝুম।
অথচ, বিস্মিত ভীষণ, আমার এই দু'চোখের ঘুম,
হারিয়েছে তড়িৎ, খণ্ডিত মেঘের মতো শুধু নির্ঘুম।
আমি জীবনের কোলে মাথা রেখে মৃত্যুকে খুঁজি,
স্বপ্নযাত্রার মতো জীবন মৃত্যুর কাঁধে দু'হাত গুঁজি।
জীবন ও মৃত্যুকে একসাথে পেয়ে আনন্দিত হই,
সহস্রাব্দ পর এমন কোনো রাত আসে, শঙ্কিত নই।
জীবন ও মৃত্যুকে দুই যমজ বোন ভেবে করি সন্ধি,
দু'পাশে নিয়ে হেঁটেছি সুদূর পর্বতের কিনারা অব্ধি।
সূর্যের আলো ফেটে বেরুবার আগ পর্যন্ত হেঁটেছি,
এক মুহূর্তের জন্যও বন্ধ করিনি চোখ, খুব জেগেছি।
একটুও ঘুমাইনি, নিদ্রা-তন্দ্রা সাহস পায়নি ঘেঁষার,
ততোটাই জেগে ছিলাম, যতোটা জেগেছি শেষ বার।
গতো রাত, কাল রাত, গতোকাল রাত!
একশো-কোটি বছর পর পৃথিবীতে এসেছে এ'রাত,
সুখ, তোমার চোখে চোখ রাখতেই হয়েছে প্রভাত।