জানি ফিরে আসবে না একুশতম বসন্ত!
কিবা ভুলেও ফিরবে না বাইশে' হেমন্ত।
স্মৃতি কাহিনীতে তাজা মধুর বাল্যকাল,
শিশিরের ছোঁয়ায় স্নিগ্ধ শীতের সকাল।
মানুষ তো আজীবন কেবল হারিয়ে যায়,
অর্জনের দ্বারে-দ্বারে ঘুরে আরো হারায়।
ক্রমাগত মানুষ সব হারিয়ে বলে শেষ!
হারাতে হারাতে হেরে নিঃশেষ অবশেষ।