তবু বুঝি আর হলো না শেষ এবার এ কবিতায়,
ফেলে আসা সময়, সুখ, মধুময় স্মৃতির পাতায়।
ভুলে যেয়ো যতো রাত জেগে লিখা কবিতাদের,
নিছক ছাই ভেবে উড়িয়ে নিয়ো সমস্ত তাদের।
পারো যদি ভুলে যেয়ো হৃদয়ের দগ্ধ গহন দাগ,
ভুলে যেয়ো চাওয়া পাওয়া সমস্ত রাগ অনুরাগ।
মুছে দিয়ে শেষ স্মৃতি মিটিয়ে নিয়ো অভিযোগ,
ক্ষমা করো ক্ষমা করো, কভুও যদি হয় সুযোগ।