হয়তো ফিরে যাবো আজ সবুজ ঘেরা অরণ্যে,
পাতার গা বেয়ে ঝরবে সূর্যালোক প্রতিক্ষণে,
ঝির-ঝির জোছনা ঝরে পড়বে খুব এক মনে,
বৃষ্টিরা নিত্য নৃত্যে' তরঙ্গ খেলে ঝরে গহীনে,
প্রজাপতি মৌমাছি ছুটে আসে মধু ফুল ঘ্রাণে,
ঝিঁঝিঁ পোঁকারও গোপন মিছেমিছি আলিঙ্গনে,
চারপাশ সাজাবে স্নিগ্ধ মুগ্ধ ঘাসের আবরণে,
মুখরিত পাখিদের কিচির মিচির ধ্বনি গুঞ্জনে,
আঁধারের সন্ধ্যা নামবে দুই কূল ভরিয়ে বানে,
সুদীর্ঘ রাত করাতে কাটায় পড়বে অভিমানে,
সূর্যালোক ছেঁদ করে যাবে মেটে ঘরের কোণ,
হয়তো ফিরে যাবো কোকিল শালিকের বনে।