বেড়ে ওঠার কুঠার আঘাত না করুক,
বোবা-কান্নারা ফের ফিরে না আসুক।
বুক-ফাটা চীৎকার না কাঁদুক নীরবে,
আবার ফিরে যাই চলো স্নিগ্ধ শৈশবে!


ফের খেলা হবে ধুলোবালি মেখে গায়,
হামাগুড়ি হবে কাদা কালি ও ময়লায়।
দৌড়াদৌড়ি ছুটাছুটি সা-রা বেলা খুব,
রবে না তব তার হিংসে বিদ্বেষ লোভ।