ফল বলে বৃক্ষরে, তোর কী আছে দাম!
কে চিনে তোরে অতো, তোর নাম ধাম,
তোর কাছে এসে করে আমারে প্রণাম,
আমার নামেই তো তোর পরিচয় নাম।


মাঝবয়সী সুহাস বৃক্ষটি দৃষ্টি তুলে হাসে,
এপাশ ওপাশ দেখে কে কে আছে পাশে,
নরম সুরে আদর করে বুঝায় ফলটিকে,
কার গায়ে ভর করে সে যে আছে টিকে।


ফল তো মহা বেজার তিক্ত রক্তচক্ষু সে,
রাগে ক্ষোভে খুব, খোঁজে পায়নি দিশে।
উচ্চ লম্ফ দিয়ে এক পড়লো ছিড়ে ঢাল,
পুকুরে' জলে ডুবে সে পেলো-না নাগাল।


বৃক্ষটাও বসে ভাবে বড়ো ভুল হলো খুব,
অযথা তর্কে সে বাড়ালো ফলের ক্ষোভ।
কেউ এখন এসে তার ছায়াও মাড়ায় না,
অদেখা দুঃখ তার দেহলতা বুকে সয় না।