আমি আড়ালেই পড়ে থাকা রাতের আঁধার,
   ভোর হলেই যে মিলিয়ে যাই বাতাসের গায়।
আমি ভেসে বেড়ানো কালো মেঘের বাহার,
   বৃষ্টি ফোঁটায় মিলিয়ে যাই ঐ নদী মোহনায়।


আমি জোছনা লোভী দুই এক খণ্ড আকাশ,
   দৃষ্টি সীমানায় ঝরে পড়ি দীঘির নীল জলে।
আমি সবুজের প্রান্ত ঘেঁষে কুয়াশা একরাশ,
   রোদের বোধ জেগে উঠলেই যে যাই গলে।


আমি ঘুমের চোখেরই এক যমজ সহোদর,
   চোখের পাতায় হত্যা হয়ে রই অনন্ত কাল।
আমি বিদায়ী বাতাসের শেষ স্পর্শে' আদর,
   দমকা হাওয়ায় ঝরেই পড়া ফুলের কঙ্কাল।