নিকষ কালো এমনি রাত্রির পথ বেয়ে
যদি নেমে আসে মৃত্যু এ জীবন ছেয়ে।
যেনো কোনো সুবাসিত ফুল হয়ে ঝরি,
যেনো-গো হৃদয় কাড়ে সুগন্ধ মনোহরি।
কালো রাত্রি উধাও হলেই যেনো জ্বলে
মিটমিট মিষ্টি আলো মুষ্টিবদ্ধ করতলে।
রাত্রি বিদায় নিলেই যেনো রবির তাপে
পাপে' পাল্লা নিশ্চিত নিশ্চিহ্ন হয় মাপে।
দশটি আঙুলের ডগায় সুরভিত পাপড়ি,
সুঘ্রাণে ভরপুর পুরো আঙিনা ঘরবাড়ি।
ভয়ে ক্ষয়ে-ক্ষয়ে এ রাত্রির বিদায় হলে
সমস্ত দোষত্রুটি নিঃশেষ হয় গলে গলে।
দু-ঠোঁটের কোণে যেনো ফুটে রয় হাসি,
দেখে মনে হয় তবে ফুটফুটে এক শশী।
যদি এমনি আঁধারের রাতে হই বিলীন,
সমস্তটাজুড়ে ফুটুক ফুল সারা রাতদিন।