প্রভু, সত্য সুন্দর কিছু জ্ঞান দাও, জ্ঞান দাও অধম এ' আমায়,
জ্বেলে দাও হৃদয়ে দশ দীঘি জ্ঞান, হে সর্বজ্ঞানী মহা দয়াময়।
পৃথিবী, পাহাড়-পর্বত, সাগর-নদী, চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্রের জ্ঞান,
আরো কিছু দাও, অসীম তোমার জ্ঞান হতে আসমান সমান।
অথবা কিছু জ্ঞান, যা ধ্যানে-মনে ধর্মে-কর্মে মর্মে তুলে সুর,
আঁধারের ঘন কালো মুছে আলোতে ঝলমল রঙিন দুপুর।
নিরেট এমন কিছু জ্ঞান, সাজাবে স্বর্গের নহর, সবুজ বাগান।
মর্ত্যের এই স্বার্থের টানাপোড়েন, দ্বেষ ভোলে জুড়াই নয়ন।
কিছুটা আলোক জ্বালো, আলোকিত করে এ' আঁধার অন্তর,
দিক দিক ছড়িয়ে পড়ুক আলোক শিখা, উদ্ভাসিত হোক প্রান্তর।
সৃষ্টিরে আলোকিত করে ধীরে ধীরে খুব স্রষ্টারেই চিনবে হৃদয়,
এমন জ্ঞান চাই না কভু, চিনবে না প্রভু, স্বীকারোক্তি নির্ভয়।