বিচ্ছিরি লাগে ঘড়ির আকৃতি প্রকৃতি, খুব কুৎসিত যে তার ক্ষণ বিন্যাস,
দাগকাটা অঞ্চল একেকটা জীবন বিচ্ছেদের বীণ, সময়সীমা, উপন্যাস,
যেখানে মাপা হয় জীবনের যতো আয়োজন, জন্ম থেকে কবরের দূরত্ব,
কাঁটাগুলো যেনো তার তীর বল্লম ধনুক তলোয়ার, আধুনিক মারণাস্ত্র।
যাদের আঘাতে ক্ষণেক্ষণে খণ্ডিত হয় ক্ষতবিক্ষত হয় রক্তাক্ত হয় হৃদয়,
বিচ্ছেদ ঘটে প্রাণের প্রণয়ের, পতন ঘটে জীবনের, স্বপ্ন সুখ সমুদয়।
চলার শব্দ যেনো হৃদয় কাটার শব্দ, স্বপ্ন ভাঙার শব্দ, বিচ্ছেদ বেদনার,
নিকৃষ্ট নোংরা বিলাপ অবলীলায় মিশে এক বীভৎস আর্তনাদ, যাতনার।
কী আজব গজব! তবু ঘড়ি! হাতে দেয়ালে, অফিস বাড়ি, সবখানে ঘড়ি,
এই ঘড়ির শব্দেছন্দে একদা নিঃশব্দ নিস্তব্ধ হতেই এতোটা জীবন পাড়ি!