তোমাদের ঘরের অন্দরে এখনো গভীর অন্ধকার!
অথচ পাখিরা ভোরে বেরিয়েছে সন্ধানে জীবিকার।


নিঃশব্দের সমুদ্র থেকে বেজে উঠা সেই আওয়াজ-
হৃদয় তুলে সকরুণ সুর, বিষদ বিস্বাদ কারুকাজ।


দিবসের কড়া আলোয় যখনই পুড়ে যায় সংসার,
স্বপ্নরা হয় পুড়ে পুড়ে ছাই, ভালোবাসা ছারখার।
তখন দেখি কিছু কিছু  চোখে ঘুম থাকে না আর,
বিনিদ্র চোখ, পোড়া মনে আগুন লাগে বারংবার।


তোমরা এখনো ঘুমে, ঘুমের গভীর নদীতে ডুবে,
জানোই আত্মা হরণের ফেরেশতা ঘুমায় না তবে।