আমি কখনো গো বুঝিনি মন,
খুঁজিনি তো কারণ, অকারণ।
ঘুমন্ত শান্ত মানুষকে কেনো,
ফেরেশতাদের চেয়েও যেনো,
দু'চারশো গুন বেশি নিষ্পাপ,
মনোরম সুন্দর, থরথর আদর,
স্বচ্ছ শুভ্র, সতেজ সাবলীল,
স্বর্গীয় দূত, আশ্চর্য অদ্ভুত,
অধিক অত্যধিক পবিত্র লাগে!
আমি কখনো বুঝিনি আগে,
কখনো দেখিনি তো অঙ্গাঙ্গে,
এ'দৃশ্যে কী সুখ হৃদয়ে জাগে!!