পৃথিবী ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমাইনি,
জেগে আছি, আজ জেগেই আছি খুব।
এখানে কেউ নেই, কিছু নেই এখনো,
নিঃসঙ্গতা ব্যাপক বিস্তৃত, উষ্ণ শয্যা,
শীতল হাওয়া, শা-শা বাতাসের শব্দ-
কান ছেদ করে চলে যায় অজানাতে।
গাঢ় কালো আকাশে হঠাৎ হঠাৎ বিদ্যুৎ
চমকিয়ে মেঘেদের অবস্থান স্পষ্ট হয়,
বৃষ্টির মৌসুম, ভারি বৃষ্টির আভাস।
আমিও তো কাঙ্ক্ষিত বৃষ্টি অপেক্ষায়-
উপেক্ষা করে আছি দু'চোখ ভরা ঘুম,
                        এ ঘুমন্ত শহরে....