প্রস্তর যুগ থেকে ধেয়ে আসা দুঃখগুলো না-ছুঁক তোকে,
নক্ষত্রদের অস্পষ্ট আকাশে স্বপ্নের ডানা বিছিয়ে থাকে।
যদি নীল নীল দীর্ঘশ্বাস আশ্বাস ডিঙিয়ে নাভিশ্বাস তুলে,
সে সুদৃঢ় প্রদীপ জ্বালুক কুয়াশার রহস্য ভেদে উপকূলে।
ঘাসের মাথায় শিশিরের আসন পেতে শয়ন দৃষ্টি জুড়ায়,
ব্যথার কবিতারা ছদ্মবেশে চায়ের চুমুকে ফেনা উড়ায়।
অশ্রু গ্লানির রক্তকণিকা ধীর পায় হাঁটে পাহাড়ে পর্বতে,
মেঘের সাক্ষাৎকারে নেহাৎ অগ্নি ঝরে ক্ষুধার আঘাতে।
সমস্ত পাপ পঙ্কিলতার পর্দা ভেদ করে আঁধারের ক্ষমতা
অস্ত্বিত্বজুড়ে বেজে উঠুক মমতাময়ী হৃদয়ের কোমলতা।
ঘাস ফড়িংয়ের ডানা কাটা গেলে কাঁদে নগরে রাজপথ,
উড্ডীন পতাকার মস্তক নত করে শোক বার্তায় সহমত।