গহীনের ডাক কে-বা শুনে আজ,
ঘোর অলসতা ভরে কাটে কাল।
কে দেখে চাঁদ, সূর্য উঠা সকাল!
সময়ের স্বরে সংক্ষিপ্ত কোলাজ।


মধ্যাহ্ন পেরুলে বাজে উঠে সুর,
চোখ বুজে গণনা চলে অতীতের,
চলমান সময় সাক্ষ্য হয় সত্যের,
ক্লান্তি ধেয়ে আসে বাজিয়ে নূপুর।


সন্ধি ভঙ্গ করা পুরুষ হাসি দেয়,
মুক্ত বিহঙ্গের ডানা অনড় অসর,
রুদ্ধতা' বিরোধিতা নেয় অবসর,
দিন কেটে গেলে কে খবর নেয়!


নিরেট উৎস সন্ধানে কাটে প্রহর,
বরফের নদী টানে অগ্নি যাপনে,
সমস্তটা সঞ্চয়ের সমাপ্তি যেখানে,
উত্তপ্ত লেলিহান ঘেরা গ্রাম শহর।