বলো কার কাছে জানাবে তুমি গোপন অভিযোগ!
দুয়ারে দুয়ারে ঘুরেও বিরাম চাওয়ার কী সুযোগ?
শিশিরের কাছে নাকি উত্তাপ ছড়ানো রাঙা ভোরে?
সন্ধ্যার আনন্দহীন আলোয় নাকি ভরপুর দুপুরে?
অথবা জোছনাকে বলতে পারো সব গোপন কথা,
অমাবস্যা আঁধারে মিশবে কি হৃদয়ের দুঃখগাঁথা?
কীইবা লাভ বলো আবোল তাবোল এসব ভেবে!
কে দেবে সুখ? কেবা কিঞ্চিৎ দুঃখের ভাগ নেবে?
তারচেয়ে বরং পুঁতে দাও অধৈর্য ধার্য করা কবরে,
নয়তো ধীরে ধীরে ভুলে যাও, মুছে দাও নীরবে।
দুঃস্বপ্নরা বাদ আবাদ করো স্বপ্নের, গভীর বুকের,
অশ্রুধারা লুকিয়েই হাসো তবু হাসি বরং সুখের।
বলো না কথা, বুকের ব্যথা না-হয় গোপনই থাক,
হৃদয়ের ক্ষতো হৃদয়েই থাক,
               বুকের নরম প্রাচীর ধীরে সয়ে যাক।
উপরে তুলো দৃষ্টি, বৃষ্টিঝরা আকাশটাতে দেখো,
সৃষ্টির সমস্ত রহস্য যার হাতে,
                তাতেই মনের আকুতি বলে রেখো।