আজকাল বড্ডো বেশিই যে বিস্ময় লাগে,
খোঁড়া মনে ক্ষণে ক্ষণে খুব প্রশ্নও জাগে,
মানুষের লজ্জা কমে গেছে কেনো এতো!
অসত্যের কাছ সত্যরা কেনো হয় নতো!
কারো কাছে আছে পাহাড় পাহাড় সম্বল,
কারো নেই দু'মুঠো ভাত নুন বস্ত্র ও জল।
কারো ক্ষমতায় ক্ষমাও হয় ফাঁসির দণ্ড!
কারো সত্যায়নেই পীর বনেও যায় ভণ্ড।
কারো কিঞ্চিৎ নেই মাথাটা গোঁজবার ঠাঁই,
কারো বিশাল নিবাস, কারো আবাস নাই।
কারো আছে অঢেল ধন, নেই উত্তরসূরি,
কারো জনসংখ্যা খুব, উপোস ভুরি ভুরি।
কেউবা আছে বসে ঘরে সুখ সাজ সজ্জা,
কেউবা বড়ো অভাবে বেচে লাজ লজ্জা।
কারো পেটে ক্ষুধাই নেই, খাবারের মহল,
কারো পেট পুড়ে ছাই নেই সামান্য জল।
কে দেখে কার দুঃখ, মস্ত ব্যস্ত ভবে মত্ত,
কেইবা দুর্দশার খবর রাখে, বাড়ে দূরত্ব।
অসম বণ্টন বৈষম্য ভাজে ভাজে সমাজ,
শিক্ষিত-জনরাই বেশি করে নিকৃষ্ট কাজ।