মাঝ-রাতের আকাশে ছুড়ে আঁখি-
আমি নির্জন নিরালায় বসে থাকি।
দুঃখকে ওম দিই একা একা বসি,
দৃষ্টির সীমানা জুড়ে জোছনা শশী।
বাতাসের থরে ভিতরে পেতে কান
গভীর মনোযোগে শুনি গুপ্ত গান।
শ্যাওলা-জলে আলোর চিক-মিক,
আলতো বুলিয়ে যায় সমস্ত দিক।
ময়ূরের নৃত্য চলে দমকা হাওয়ায়,
আজ দীর্ঘ সময় খেলছে দীঘিতে-
মা মাছ আর ছানাপোনা একান্তে।
পাখির পালক ওড়ে ঘুরপাক খায়।
গাছে ডালে দুলে পাখিদের বাসা,
মাথা তুলে চায় আর পায় হতাশা।
এক হাঁটু জলে ডুবিয়ে কোমল পা-
ভাবুক কিশোর ভাবে স্মৃতিতে মা।