এভাবে পড়ো না ভেঙে, রেখো মুখ ভার,
দেখো-  সুদিন নিশ্চয়ই আসবে আবার।


সকলে খুব জানে ও মানে-  মানুষ মরে,
তবু ঠকায় মানুষ, মারে কাটে পরস্পরে।


হিংসা দ্বেষ রোষানলে ঠাসা মানব মস্তিষ্ক,
সময়ে দানবরূপ জন্তরূপ, বালক বয়স্ক।


হাল ছেড়ো না যুদ্ধে, সফলতা আসবেই,
জমিনের জালিম যতো ধ্বংস সে হবেই।


ছেড়ে দাও ওসব, ভুলে যাও বাদ বিবাদ,
নুয়ে মাথা দাও স্রষ্টার দরবারে ফরিয়াদ।