হারিয়ে গেছে জীবন হতে স্নিগ্ধ সতেজ সোনালী বিকেলগুলো,
মধুর শৈশবের ঐ স্মৃতিগুলো আঘাত করে বড্ড এলোমেলো।
নদীঘাটে খেলার মাঠে কতোশতো রঙ্গিন স্মৃতি, আনন্দ বিভোর,
এখন কেবল বন্দি আমি, সঙ্গকামী, অঙ্গহানীর ছোট্ট এই ঘর।
একদিন খুব নিকঠ হতে আবারও ছোঁব আকাশ বাতাস মাটি,
এক বুক হাহাকার আর দীর্ঘশ্বাসে তুলে নিবো ধূলো এক মুঠি।
একদিন খুব আপন করে কাছে কিবা দূরে চাইবো মেঘ ছুঁতে,
মেঘ দু'চোখে অশ্রুবারি, হৃদয়ে রক্তক্ষরণ, হারাবো অজ্ঞাতে।