আমি পথহারা পথিক, ভুলে যাওয়া এক নাম,
দিবস-রাত্রির হাহাকার, নিখোঁজ সমাজ গ্রাম।
পথের শেষ প্রান্তে এসে খোঁজে ফিরি ঠিকানা,
মাড়িয়ে এসেছি বহুবার সেই পথ, অন্ধ কানা।
হারানো উত্তরাধিকার আর্ত চিৎকার করে খুব,
হৃদয় অলিগলি-জুড়ে বিশাল ক্ষোভ বিক্ষোভ।
নির্জনে বসে গোঙরে কাঁদে হারানোর বিলাপ,
তবু হায় খোঁজে যায় আপন-গোপন আলাপ।
নীড় হারা পাখির মতোন আমার কষ্টরা বাঁচে,
অবহেলা উপেক্ষারা ভীষণ ঠাট্টার ছলে নাচে।
অযুত দূরের মৃত্যুপুরী হতে বসিয়েছে পাহারা,
অনাহারী অজগর হয়ে ফুঁপিয়ে কাঁদে দুঃখরা।
অধিকারের পূর্ণাঙ্গ খেসারত তিলেতিলে মরে,
কিছু দুঃখ বেচে দিতে চাই বিশ শতাংশ দরে।