আমি দাঁড়িয়ে থাকবো এক বিংশ শতাব্দীর ছায়ায়,
দাঁড়িয়ে থাকবো ঠাই নিজে' সব অনুভূতির মায়ায়।
আমি অনর্গল বলে যাবো হারানো গল্প অল্প সব,
নিখোঁজ রাজকন্যার ভস্ম ছাই হাতেও রবো নীরব।
আমি কখনো মেলে দিবো না অজানা মূক সভ্যতা,
প্রসারিত বাহু টেনে ধরা অর্ধনগ্ন আঘাতে নাব্যতা।
আমি ঔপনিবেশিক শাসন শোষণও পুষি না বুকে,
কোমল পায় আলতা রঙ কাটা পড়ে পচা শামুকে।