দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে অভ্যাসগুলো আজকাল।
হুড়মুড় শব্দে ধসে খসে পড়ে পোড়া হৃদয়ের কঙ্কাল।
সুখ প্রিয় অতিথি পাখিরাও দুঃখে ভেজায় চোয়াল।
আতঙ্কে আঁতকে ওঠে উঠোনে খেলা হাঁসের পাল।
ঝুলন্ত ব্রীজের তলে ভেসে যায় গলাকাটা জোছনা।
ট্রেনের তলায় পিষ্ট হয়ে যাওয়া স্বপ্ন, অস্ফুট বেদনা।


হাসতে শিখেছি খুব, যাতে দুঃখরাও হয়ে যায় বেকুব।