পুবাকাশে জেগে যে উঠলো নিশি শেষে ঊষার লগন,
সেজেছে অপরূপ ধরণী, ভরসায় আশার গগন।
হাতিমে এই এতিম ঠাই আছি বসে অসহায় নীরব,
বেবাক মুখের ভাষা নিভে তব হৃদয়ের বাক সরব।
ঘুরেফিরে বেদুঈন দিশেহারা মন, জ্বলেপুড়ে ছাই অকারণ,
ভিখিরি দশা, ফেঁসে গিয়ে শেষে নিঃস্বার্থ আত্মসমর্পণ।
ঝেড়ে দে মন বেদনা গহন, ছেড়ে দে তোর অশ্রুধারা,
বেড়ে যাবে যদি দুঃখ নদী, কেড়ে নেবে কূল সর্বহারা।
চুষে নাও জল সমুদ্র অতল, তুলে দেখো মুখ,
বিছিয়ে দাও আঁচল, জ্বলজ্বল অনল, দগ্ধ বুক।
ক্ষমা করো যতো অপরাধ, পাপরাশি যতো আছে,
দয়ায় দ্বিধাহীন মন তবু তোমা' ক্ষমার খুশিতে নাচে।
কে আছে এমন আপন, অধিপতি জমিন আসমান,
মাথা তুলে তাই অশ্রুজলে গাই কেবলি তোমার গুণগান।