স্বর্গে' অর্ঘ্য পেতে ঘোর যদি লাগে বেঘোর মননে নয়নে তোমার,
তবো জ্বালো দীপ, অন্তর প্রদীপ, কর্মে বাঁচো উজ্জ্বল মানবতার।
উঁচু-নিচু জাত-পাত সাদা-কালো বরণ-আবরণ, বিভেদ ভোলার,
মানুষে মানুষ নিঃশেষে নেই ভেদাভেদ শ্রেষ্ঠ সৃষ্টি মহান খোদার।
হেসে ভালোবাসো মানুষে, সৃষ্টিতে দৃষ্টি, দুই হাত শুশ্রূষা সেবার,
দেশ কাল সীমার যুক্তি মুক্তি দিয়ে করো কাজ, সমাজ একতার।
চর্মে ঘর্মে মর্মে ধরো ধর্মের খাত নমাজ রোজা যাকাত, আল্লাহর,
মুক্তির দাবীতে অবিরত নত ব্রত হও, অনুগত ভৃত্য জগৎ স্রষ্টার।