হঠাৎ ঘুম থেকে জেগেই দেখি সুন্দর শহরটা এখনো নাক ডেকে ঘুমাচ্ছে,
কিছু কিছু প্রাণ হয়তো নির্জন নির্ঘুম কাটিয়েই দিয়েছে গোটা দীর্ঘ এ'রাত,
কেউ কেউ কেঁদেছে গোটা রাত, আর ভেবেছে ভোগ করা যাবতীয় যন্ত্রণা,
পৃথিবী যখনই সম্পূর্ণ জেগে উঠবে হয়তো বিভোর ঘুমে রবে এসব প্রাণ,
সব দুঃখ কষ্ট যন্ত্রণা, না-পাওয়ার হিসেব ভুলে নতুন স্বপ্ন দেখবে অনেকে,
আমি হয়তো ঘুমেই রবো, অনেক ঘুমাবো শতো নির্মোঘ ব্যস্ততা ফেলে,
কেউ কেউ আবার সূর্যের আলোকে প্রেয়সীর বুক ভেবে মুখ লুকায় তাতে,
হয়তো আবার মা মারা যাওয়ার পর থেকে কেউ এমন উষ্ণতাই পায়নি।