হৃদয়ের মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে আরেকটি মহাদেশ,
কোনো মহাসাগরের নীল জলে তলিয়ে গিয়ে হয়েছে নিঃশেষ।
জলের সমাধি ছুঁয়ে চিৎকার দিয়ে উঠে আট-শো প্রকারের গ্রহ,
সাপের ফণার মতো মাথা তুলে দাঁড়িয়ে থাকে অগণন মরদেহ।
মুখ ভেঙচিয়ে বলে উঠি রাতারাতি পৃথিবী হোক হাশরের মাঠ,
মানুষের উপচে পড়া ভিড়ে ভেঙে যাক বেহেশতে দ্বার চৌকাঠ।