যে ক্ষতে রক্ত ঝরে না, অশ্রু ঝর-না চোখে,
মুখে এঁটে কালো কুলুপ, পাথর চাপা বুকে,
চুপটি পড়ে রয় অনড় ঠোঁটের ঘাড়ত্যাড়ামি,
আমি জানি, জানে অন্তর্যামী,
সে ক্ষত অত্যন্ত আপনজনের নখের আঁচড়,
তীক্ষ্ণ ক্ষুরের আঘাত, বিষদাঁতের শিস কামড়,
তুফান তুলে বুকে, ঝড় বয়ে যায় হৃদয়জুড়ে,
কুঁকড়ে ওঠা ব্যথার থাবায় কলিজা ছিঁড়েখুঁড়ে।