তোমাদের কঠিন শব্দগুলো আমার পোশাক ছিঁড়তেও ব্যর্থ হয়,
হৃদয় পর্যন্ত পৌঁছোবার সামর্থ্য কি সত্যিই তাদের আছে!
আমি আমার প্রতি অবহেলাকর বাক্যগুলোকে শব্দে শব্দে,
অতঃপর শব্দগুলোকে বর্ণে ভেঙে ছুঁড়ে ফেলেছি দূরে বা কাছে।
অযথা এই অবহেলার জালে আটকে নিই-নি কভু, এই মিছে-
প্রেম ভালোবাসার রঙিন ফুলকি সন্ধ্যা নামতেই আঁধারে মিলায়।
রাতের নির্জনতায় ঝিঁ ঝিঁ ডাক, নিঃসঙ্গতার প্রতাপ ডানা মেলে দিলে-
ব্যথিত হই না মোটেও, বরং দুঃখদের ঘরেও হৃদয় সুখ বিলায়।
কিছুটা প্রাপ্তির আনন্দে আত্মহারা হয়ে হৃদয়ের কলুষ মেলে-
ধরা লোক, ভাষার বিস্তারে নিস্তার পায় না ব্যথিত হতে।
যদিও সে' প্রাপ্তির জ্যামিতি বুঝে ওঠার আগেই উল্লাস করে-
পরাজিত হয় অযাচিত কিছু জেদের তাড়নায়, রক্ত ঝরায় ক্ষতে।
কিছুটা যদি স্বার্থহীন হতো, ওহ! কিছুটা যদি ত্যাগের মহিমায়-
উদ্ভাসিত হতো! স্বার্থরক্ষা হতো ধরায়, পরপারে, হিসেব বহিতে।