একবার বৃষ্টি সেজেই দেখো জল,
দলে দলেই নেমে আসবে বাদল।
একবার শুধু আকাশ ছোঁবে এসো,
মেঘের জলে যদি উদোম ভাসো।
একবার খুউব ঝরতে ইচ্ছে হলে,
পাহাড় ঘেমে নেমো ঝর্ণার জলে,
একবার এসো নদীর জলে নেমে,
সাগরে ছুটো মোহনায় না-থেমে।
এক বার বৃষ্টি সেজে দেখো তবে,
সমস্ত ঝরে যাবে যেখান যা রবে।
এক বার অন্তত মেলে ধরো বুক,
অঝোর ধারায় ভরা বর্ষা নামুক।