মন মাটির সাথে কথা বলতে চায়,
বাতাসে কিছু মৃদু শব্দ শুনা যায়।
জলের গভীরে যে আকাশ ঘুমায়,
ঝুম বৃষ্টির রাতেও ঘুম ছন্দ হারায়।
বিদ্যুৎ চমকালে চমকে উঠে কায়,
বজ্রধ্বনির লাল বদনি ঝলসায়।
চাল ধোয়া জল কলকল ধারায়,
মনের কোণের ঘুণ নিমিষে হারায়।