মানুষের স্বাদ বড্ড বাহারি!
কখনো-বা চায় বুকের নরম মাংস, কখনো-বা রানের,
নরম মাংস খেতে খেতে হঠাৎ চেয়ে বসে হাড়ের স্বাদ।
মাংসের স্বাদ ভুলতে খায় চোখের পুত্তলী, চামড়া রস।
নখরের পরখে আলাদা ঘুরে সূর্য ও পৃথিবীর রাতদিন,
আঁশযুক্ত খাবারের চাহিদা কম হলে কচি বাঁশও খায়,
বিভিন্ন পানীয়ের স্রোতে ভেজায় গলা, নলার ঝুল খুব
শখ করে খায় কেউ, তামাশার বাহানায় কতো অখাদ্য
কুখাদ্য গিলে তিলে তিলে মরে ঘরের কোণে জনগণ।
কেউ তো নির্বিচার খেয়ে ফেলে নিজের মাথা মণ্ড সব,
জিহ্বার চাহিদা মেটাতে কু-প্রবৃত্তির চলে নানান উৎসব।