ভুলের প্রেমে জড়িয়ে পড়ি, প্রেমের ধ্যানে অজ্ঞান,
ভুলে যাই সব রীতিনীতি ভোলে জ্ঞানের সংবিধান।
ভুলের কূলকিনারাহীন মহাসাগরের ঢেউয়ে ভাসি,
বাধা বিপত্তির নিষ্পত্তিতে আক্ষেপ রয় রাশিরাশি।


ভুলে যাই তোমার স্মরণ, প্রকৃত জীবন মরণ সব,
চোখের সামনেই ভাসে রঙিন জগৎ, জীবন্ত শব।
ভুলে থাকি নামাজ কালাম, অবধারিত কর্ম কাজ,
খোদার বান্দা পরিচয় দিই ভোলে সব লজ্জা লাজ।


ঘুমে বিভোর কাটে ফজর, জোহর বড়ো ব্যস্ততায়,
আড্ডা গল্প ক্রীড়ায় আসর ও মাগরিব, অবজ্ঞায়,
সস্তা কর্মযজ্ঞে কাটে সময়, এশা ডুবে অলসতায়।


দীর্ঘ দিবস রজনীর কতো-টুকুন সময়-কাল কাটে
স্মরণে তোমার আর কতটুকুনই-বা কুরান পাঠে!
কতোটা সময়-জুড়ে জিহ্বাটা তসবিহ দুরুদ জপে,
স্মরণে স্রষ্টার কতোটা বিভোর চরণে হৃদয় সঁপে!


হৃদয় গভীর গাঢ়তর প্রেম জাগুক, যে প্রেম মহান,
তোমাকে জানার তরে প্রভু মোরে করো জ্ঞানদান।